প্রাইভেসী পলিসি

একতা বাজার দ্বারা পরিচালিত অফিশিয়াল ওয়েবসাইট (www.akotabazar.com) তে আপনাকে স্বাগতম। আমরা আপনার গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনার ব্যক্তিগত তথ্যসমূহকে সুরক্ষিত রাখতে চাই। বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আমাদের গোপনীয়তার নীতিমালাটি পড়ুন।

আপনার ব্যক্তিগত তথ্যসমূহ কিভাবে আমরা সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করি (বিশেষ শর্তাবলীর মাধ্যমে), সেটা এই গোপনীয়তার নীতিমালা খুব ভালভাবে ব্যাখ্যা করে। এই গোপনীয়তার নীতিমালা সেসব পদক্ষেপকেও ব্যাখ্যা করে, যার মাধ্যমে আমরা আপনার ব্যক্তিগত তথ্যসমূহকে সুরক্ষিত রেখেছি। সবশেষে, এই গোপনীয়তার নীতিমালা আপনার ব্যক্তিগত তথ্যের সংগ্রহ, ব্যবহার এবং প্রকাশ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। এই সাইটে সরাসরি অথবা অন্য মাধ্যমে প্রবেশের মাধ্যমে আপনি নীতিমালাটি মেনে নিলেন।

ডেটা সুরক্ষা বিশ্বাসের ব্যাপার এবং আপনার গোপনীয়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আপনার নাম এবং এই গোপনীয়তার নীতিমালার সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্য প্রকাশ করবো। আমরা কেবলমাত্র আমাদের জন্য দরকারি এবং লেনদেনের সঙ্গে প্রাসঙ্গিক তথ্যসমূহ সংগ্রহ করবো।

আমরা শুধুমাত্র আইনসঙ্গত কারনে অথবা প্রাসঙ্গিক উদ্দেশ্যে আপনার তথ্য যতদিন রাখা প্রয়োজন, ঠিক ততদিন রাখবো।

ডেটা যেগুলো আমরা সংগ্রহ করিঃ

এই সাইটে আপনি যদি কোন পণ্যের অর্ডার করেন, তাহলে আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পারি।

এই সাইটে আপনার কেনাকাটা প্রসেস করতে আমরা আপনার ডেটা সংগ্রহ, স্টোর ও প্রসেস করি এবং আমাদের সার্ভিসের মাধ্যমে দরকারি সবকিছু আপনাকে প্রদান করে থাকি। আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্য বিশেষ করে আপনার পদবি, নাম, লিঙ্গ, জন্মদিন, ই-মেইল অ্যাড্রেস, পোষ্টাল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস (যদি ব্যতিক্রমধর্মী হয়), টেলিফোন নম্বার, মোবাইল নম্বার, ফ্যাক্স নম্বার, পেমেন্টের বিবরণ সংগ্রহ করতে পারি।

আপনার অর্ডার প্রসেস করতে আপনার দেওয়া তথ্য আমরা ব্যবহার করবো এবং আপনার অনুরোধের ভিত্তিতেই আমাদের ওয়েবসাইটে প্রয়োজনীয় সার্ভিস ও তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবো।

আপনার পণ্য ডেলিভারি করতে আমরা আপনার নাম ও ঠিকানা একটি তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করতে পারি (যেমন আমাদের ডেলিভারী ম্যান, কুরিয়ার অথবা সাপ্লায়ার)। আপনাকে অবশ্যই সাইটের তথ্য সঠিকভাবে জমা দিতে হবে এবং তথ্যসমূহ হালনাগাদ করার পাশাপাশি সব পরিবর্তন সম্পর্কে আমাদেরকে জানাতে হবে।

আপনার প্রকৃত অর্ডারের বিবরণী আমাদের কাছে স্টোর করা থাকতে পারে কিন্তু নিরাপত্তাজনিত কারনে এটা সরাসরি আমাদের থেকে পুনরুদ্ধার নাও করা যেতে পারে। তবে এই তথ্যের অ্যাক্সেস আপনার অ্যাকাউন্ট দ্বারা সাইটে লগ ইন করেও পেতে পারেন। এখানে আপনার সম্পন্ন করা সকল অর্ডার দেখতে পাবেন, খুবই দ্রুত গতিতে প্রসেস উপযোগী যে অর্ডার সমূহ ওপেন করা আছে এবং এখানে আপনার ঠিকানার বিবরণ এবং আপনার সাবস্ক্রাইব করা যেকোন নিউজলেটার পরিচালনা করতে পারবেন। অবশ্য আপনার ব্যক্তিগত ডেটা চাইলেই নিজের আয়ত্বে রাখতে পারেন এবং অস্বীকৃত তৃতীয় পক্ষের নিকট এটি প্রকাশ নাও করতে পারেন। আপনার পাসওয়ার্ডের কোন প্রকার অপব্যবহারের দ্বায়ভার আমরা বহন্ করতে পারবো না, যদি না আমাদের দ্বারা কোন ভুল হয়।

আপনার ব্যক্তিগত তথ্যের অন্যান্য ব্যবহারঃ

আমরা মার্কেট গবেষণা ও মতামতের জন্য আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারি। আপনার সকল বিবরণ বেনামি থাকবে এবং শুধুমাত্র পরিসংখ্যান-সংক্রান্ত উদ্দেশ্যে এগুলো ব্যবহৃত হবে। আপনি যেকোন মূহুর্তেই এই অপশনটি পরিবর্তন করে নিতে পারেন। জরিপ কিংবা মতামতের পোল সংক্রান্ত আপনার যেকোন প্রশ্নোত্তর আমরা তৃতীয় পক্ষের নিকট সরবরাহ করি না। আপনি যদি কোন প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাহলে শুধুমাত্র ই-মেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে। আপনার ই-মেইল অ্যাড্রেস থেকে পাওয়া জরিপ সংক্রান্ত সকল উত্তর আমরা পর্যায়ক্রমে আলাদাভাবে সংরক্ষণ করে রাখবো।

সাধারণভাবে আমরা ব্যবহারকারীদের ডেটা সাইটে গোপন রাখতে পারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যেমন ব্যবহারকারীর সাধারণ অবস্থান ও সাইটে ব্যবহারকারীর বিশেষ তথ্য অথবা ই-মেইলে ব্যবহারকারীর জন্য পাঠানো যে কোন লিংক এবং প্রকাশকদের মত কিছু তৃতীয় পক্ষের নিকট আমরা ডেটাসমূহ সরবরাহ করতে পারি। এছাড়া, এই গোপনীয় ডেটাসমূহ কখনোই আপনাকে ব্যক্তিগতভাবে সনাক্ত করতে সক্ষম হবে না।

যে কোন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে তথ্য জানাতে এবং আমাদের অফারের বিজ্ঞাপন করতে আমরা ডেটা ব্যবহার করে থাকি। কোন বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণের নীতিমালা সম্পর্কে জানতে আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

আমাদের গ্রুপের মধ্যে থাকা অন্যান্য কোম্পানি সমূহকে আমরা আপনার বিবরণী প্রদান করতে পারি। গোপনীয়তার নীতিমালা মেনেই আপনার ব্যবহৃত সকল ডেটা আমাদের এজেন্ট ও সাব-কন্ট্রাকটরদেরকে প্রদান করতে পারি। উদাহরণস্বরূপ, আপনাকে পণ্য ডেলিভার করতে, আপনার থেকে পেমেন্ট সংগ্রহ করতে, ডেটা অ্যানালাইজ করতে এবং মার্কেটিং অথবা কাস্টমার সার্ভিস সহ অন্যান্য সহযোগিতার খাতিরে আমরা তৃতীয় পক্ষকে ব্যবহার করতে পারি।

জালিয়াতি থেকে সুরক্ষা পাবার উদ্দেশ্যে এবং ক্রেডিটের ঝুঁকি কমানোর লক্ষ্যে আমরা আপনার তথ্যসমূহ তৃতীয় পক্ষের সাথে আদান-প্রদান করতে পারি। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের ডাটাবেজ ট্রান্সফার করতে পারি, যদি আমাদের ব্যবসা অথবা এটার কিছু অংশ বিক্রয় করে ফেলি।